কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। শুক্রবার ভোর রাতে ইউনিয়নের মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে।
ঘাতক ওই ছেলের নাম তাজুল ইসলাম মন্ডল। হত্যার পর পালানোর সময় তাকে হাতেনাতে ধরে আটক করে রাখে স্থানীয়রা।
উপস্থিত জনতা ঘাতক তাজুলকে আটক করে পিটুনি দিলে পুলিশ তাদের কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে।
আজকের বাজার/ এমএইচ