রাজধানীর কেরানীগঞ্জ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ইমরানুল ও সাইদুল নামের দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, বাবু বাজার ব্রীজের ঢাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীদের আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেরানীগঞ্জ সার্কেল। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রাসেল/