কলকাতা বনাম হায়দরাবাদের রঞ্জি ট্রফির এলিট ‘গ্রুপ এ’ ম্যাচে সোমবার চোখ-ধাঁধানো ট্রিপল সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছলেন মনোজ তিওয়ারি। তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারে এই প্রথম ত্রিশতক মনোজের।
‘বিশেষভাবে তৈরি ব্যাট’ ব্যবহার করে খেললেন মনোজ, তবে ব্যাটই তো আর সব নয়। যেভাবে ইনিংসের গতি নিয়ন্ত্রণ করলেন তিনি, তা ছিল দেখার মতো। এবং এই ট্রিপল সেঞ্চুরি আরও গুরুত্ব লাভ করে এই কারণে যে, গোটা ইনিংসে আর কেউ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেন নি।
তাঁর ৪১৪-বলের ইনিংসে হায়দরাবাদের জোরে বোলারদের রীতিমত পাল্টা আক্রমণ করেন মনোজ, এবং তাঁর অপরাজিত ৩০৩ রানের মধ্যে রয়েছে ৩০টি চার ও পাঁচটি ছক্কা।
তবে হায়দরাবাদকে একেবারে সুযোগ দেন নি বাংলার ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান, একথাও বলা যাবে না। বাংলার ইনিংসের ১০৫ তম ওভারে তাঁর ক্যাচ ফেলে দেন হায়দরাবাদের রবি কিরণ।
আজকের বাজার/লুৎফর রহমান