বলিউড জার্নি নিয়ে অনেক অভিনেতা – অভিনেত্রী বই লিখেছেন। এবার সেই তালিকয় নাম লিখতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কইফ।
২০০৩ সালে ‘বুম’ ছবিটি দিয়েই বলিউডে নিজের নাম লেখান ক্যাটরিনা।কেরিয়ার শুরুতেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলেও কখনো জনপ্রিয়তার ভাটা পড়েনি ক্যাটরিনার। সমালোচদের সেই সব প্রশ্নকে বুড়ো আঙুল দেখিয়েই ১৫ বছরের লম্বা বলিউড কেরিয়ারের সাক্ষী হতে চললেন ক্যাট।
সংবাদ সংস্থা পিটিআইকে ক্যাটরিনা বলেন, ‘বলিউড সম্পর্কে আমি নিজেই নিজেকে শিক্ষা দিয়েছি।কিন্তু এখন মনে হয় এই জার্নিটা নিয়ে একটা বই লিখে ফেললেই ভাল হয়। সত্যি করেই একটা বই এবার লেখা উচিত।’
আজকের বাজার/আরজেড