খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের পুনঃভোটগ্রহণে জাল ভোট দিতে আসা ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ মে) দুপুরে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর সরকারি মাধ্যমিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টুম্পা সরদার (১৭), আফরোজা বেগম (১৮) ও সুজন (২২)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম আটককৃতদের এই জরিমানা প্রদান করেন।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে স্থগিত খুলনার ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃভোটগ্রহণ শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোটগ্রহণ শেষে ভোটগণনার কাজ চলছে।
আজকের বাজার/একেএ