কেয়া কসমেটিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ছবি : ইন্টারনেট

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’১৮-মার্চ’১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৭ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’১৭-মার্চ’১৮) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫০ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৯২ টাকা। ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরে যার পরিমাণ ছিল ১৫.৩৭ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৮৯ টাকা (নেগেটিভ)। ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরে যার পরিমাণ ছিল ২.৮৮ টাকা (নেগেটিভ)।