পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৭-ডিসেম্বর’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, অক্টোবর থেকে ডিসেম্বর’১৭ এই তিন মাসে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪৯ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’১৭-ডিসেম্বর’১৭) কোম্পানির ইপিএস হয়েছে ১.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিলো ১.০২ টাকা।
এছাড়া আলোচিত সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৩৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭০ টাকা (নেগেটিভ)।