পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড। এই দুই কোম্পানির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিডেন্ড একীভূতকরণের অনুমোদন দিয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, একীভূতকরণ প্রক্রিয়ায় মাল্টিসোর্সিং লিমিটেড কে অ্যান্ড কিউ এর নিকট স্থানান্তর করা হবে। মাল্টিসোর্সিং লিমিটেড মোবাইল কোম্পানিগুলোর এসএমএস সার্ভিস,বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ভ্যালু এ্যাডেড সার্ভিস, মোবাইল কনটেন্ট ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং, এসইও ইত্যাদি কাজ করে থাকে। ২০০৪ সালের প্রথম প্রান্তিকে মাল্টিসোর্সিং লিমিটেডের বানিজ্যিক যাত্রা শুরু হয়।