কে ইনি?

চুল পাকা। শরীরে পড়েছে বয়সের ছাপ। পরনে সাদা ব্লাউজ ও বয়স্কদের ঘি রঙের শাড়ী। বয়সের ভারে ন্যুব্জ। লাঠিতে ভর করে হাঁটেন তিনি। জীবন সায়হ্নে এসে তিনি কি যেন খোঁজেন, স্মৃতি হাতড়ান! কিন্তু কে এই বৃদ্ধা? কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যাবে আরে এ তো চিত্রনায়িকা আইরিন! কিন্তু লাস্যময়ী আইরিনের একি হাল?

এ প্রসঙ্গে জানতে চাইলে আইরিন বলেন, আমার অভিনীত ছবি ‘পদ্মার প্রেম’-এ কয়েকটি গেটআপ নিয়ে হাজির হচ্ছি। তারই একটি অংশ বৃদ্ধার বেশ।

তিনি জানান, তার কাছে মনে হচ্ছে আর পরিবর্তন হতে পারবেন না। এমনই থাকবেন! বৃদ্ধা সেজে লাঠিতে ভর করে এবং কুঁজো হয়ে হাঁটতে বেশ বেগ পেতে হয়েছে।

নায়িকা আইরিন আরো বলেন, ছবির মেকআপ আর্টিস্ট অনেক দক্ষ। এমনভাবে সাজিয়েছেন বৃদ্ধার লুকে আমাকে প্রথমে দেখে কেউ চিনতেই পারছে না। ‘পদ্মার প্রেম’ ছবিতে আমার নাম পদ্মা। ৬০ এর দশকের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি। আমি গ্রামের প্রভাবশালী বাবার মেয়ের চরিত্রে অভিনয় করছি। পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটা বেশ রোমান্টিক! এছাড়া ড্রামা রয়েছে।

‘পদ্মার প্রেম’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন ‘মহুয়া সুন্দরী’র নায়ক সুমিত সেন গুপ্ত। ছবিটি পরিচালনা করছেন হারুন-উজ-জামান, গল্প ও চিত্রনাট্য তারই। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মুনমুন, আলেক জান্ডার বো প্রমুখ।

এস/