ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লীগের ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্কয়ার স্পোর্টিং ক্লাব।স্থানীয় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কে.এম.সি.সিকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে স্কয়ার।
টসে জিতে ব্যাটিংয়ে নেমেইে স্কয়ারের বোলিং তোপে দিশে হারা হয়ে পড়ে কে এম সি সি ব্যাটসম্যানরা। এক মাত্র ব্যতিক্রম ছিলেন টিপু। তিনি ৪৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে রুমি, রাকিবের আগুন বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৩১.২ ওভারে মাত্র ১০৪ রানে থেমে যায় কেএমসিসি। রুমি ৩.২ ওভার বল করে ১৩ রানে ৫ এবং রাকিব ৮ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে জয়ের জন্য ১০৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি স্কয়ারের ব্যাটসম্যানদের। ২০.২ ওভারে ৬ উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কয়ার। দলের পক্ষে রাফি ৪৬ বলে ৪৮ রান সংগ্রহ করের। কেএমসিসির মেহেদী ২ উইকেট লাভ করে।
ম্যাচ সেরা নির্বাচিত হন স্কয়ারের বোলার রুমি।
আজকের বাজার/লুৎফর রহমান