কোচদের ‘কোচ’ হচ্ছেন সাকিব-মুশফিক

এমন দিন আসবে সাকিব আল হাসান কি কখনো ভাবতে পেরেছিলেন? কিংবা মুশফিকুর রহিম? তাদের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেই তাদের নিতে হবে ক্লাস! সেটা আবার শিক্ষার্থীদেরও না, কোচদের।

কোচদের ‘কোচ’ হচ্ছেন সাকিব ও মুশফিক। আজ রাত সাড়ে নয়টায় বিকেএসপির ২৫ জন কোচ নিয়ে সাকিব ও মুশফিক এক কর্মশালায় যোগ দেবেন। ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান ও ঢাকা থেকে মুশফিকুর রহিম এ কর্মশালায় যোগ দেবেন।

‘নাহ, ক্লাস না। ওরা ওদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে কোচদের সাথে। বিদেশি কোচদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ ও সম্পর্ক কিভাবে উন্নতি হয় সেগুলি নিয়ে কথা বলবে। সাথে স্কিল ও মানসিক লড়াইয়ের বিষয়গুলিও থাকবে।’- বলছিলেন সাকিব ও মুশফিকের সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম।

বিকেএসপির কোচদের ‘ডেভেলাপমেন্ট প্রোগ্রাম’–এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করেছ্নে বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়ার পর সাবেক এ কোচ এখন বিকেএসপির ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

লক ডাউনে কোচদের ‘ডেভেলাপমেন্ট প্রোগ্রাম’-এর কাজ করে যাচ্ছেন সবার পছন্দের ফাহিম স‌্যার। রাইজিংবিডিকে তিনি বললেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩ থেকে ১৪টা কর্মশালা করেছি। সবগুলোই অনলাইনে। কোচরা নিজেদের মধ‌্যে আলোচনা করছেন। কখনো খেলোয়াড়দের নিয়ে আসা হচ্ছে। আমরা বিদেশি কোচদেরও নিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আজ সাকিব ও মুশফিক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে।’