কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। ১৯৭১ সালে একবার জাতিকে ধ্বংস করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর এখন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শিক্ষা ক্ষেত্রের দুর্নীতি দূর করার জন্য দুদককে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, এখন ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কোচিং বাণিজ্য মহামারি আকার ধারণ করেছে। মাধ্যমিক স্তরে এটা ক্যান্সারে রূপ নিয়েছে। তাই আইন করে শিক্ষা বাণিজ্যসহ সব ধরনের কোচিং বাণিজ্য নিষিদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়কেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর) দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি করে শাস্তির আওতায় আনতে হবে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, ঢাকার সাবেক সিএমএম আব্দুল মজিদ, এডভোকেট ড. ইউনুস আলী আকন্দ, যুব জোট নেতা এ্যাডভোকেট মো. সেলিম, পল্টন গার্লস কলেজের অধ্যক্ষ ড. মুর্তুজা, ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, আইডিয়াল ফোরাম এর নেত্রী শ্যামলী শিমু প্রমুখ।
আজকের বাজার: আরএম/সালি, ০৯ ডিসেম্বর ২০১৭