কোচ চাইলে খেলবেন মেসি

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটা দুর্দান্ত হলো সুপারস্টার লিওনেল মেসির। অধিনায়ক মেসির একমাত্র গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে প্রীতি ম্যাচটি শেষে ১-০ গোলে জয় পায় মেসিরা। আর্জেন্টাইন অধিনায়কের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরাটাও হলো মনে রাখার মতো। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাও আবার ব্রাজিলের বিপক্ষে।

আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে কোচ লিওনেল স্কালোনির একাদশে থাকবেন মেসি- যদি কোচ চায় তবে!

হ্যাঁ; ব্রাজিলের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক বার্সেলোনা প্রাণভোমরা ম্যাচ শেষে বলেছেন- যদি কোচ (স্কালোনির) চায় তবে আগামী ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে) আমি খেলব।

ক্লাবের সতীর্থ সুইজ সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে এ পর্যন্ত ১৮৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৮৭টি ম্যাচ জিতেছে এবং ৫৭টি ম্যাচ হেরেছে; বাকি ৪৪টি ম্যাচ ড্র করেছেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজকের বাজার/আরিফ