ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে আছে আগে বলেছেন। আরও একবার সেই ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ গাঙ্গুলি। স্পষ্ট বললেন, ‘কোহলির সঙ্গে কাজ করতে পারলে দারুণ লাগবে।’
একদিন আগেই নতুন করে দায়িত্ব পাওয়া রবি শাস্ত্রীকে নিয়ে অনেক কথা বলেছিলেন। চেয়েছিলেন, শাস্ত্রীর তত্ত্বাবধানে দল আরও একধাপ এগোক। তাহলে একদিন পর আবার নিজের ইচ্ছের কথা কেন? সৌরভ ব্যাখ্যা দিয়েছেন, ‘কোনও না কোনওদিন ভারতীয় দলের কোচ হতে চাই। কথাটা আগে বলেছি। আবার বলছি। বিরাট কোহলির সঙ্গে কাজ করতে পারলে সত্যিই দারুণ হয়। কারণ, ও হল ম্যাচ উইনার। যথার্থ চ্যাম্পিয়ন।’ কোচ হলে সবার প্রথম কোন ইচ্ছে থাকবে? সৌরভ বলেছেন, ‘ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়ার্নার স্মিথসহ এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের দেশে গিয়ে টেস্ট জেতা গেলে বলতেই হবে আমরা কয়েক কদম এগিয়ে গেলাম। ছেলেরা সেটা পারলে সেটাই হবে ভারতের ইউএসপি। তবে রবি শাস্ত্রীকে আরও দু’বছর সময় দেওয়া হয়েছে। আশা করি ওর তত্ত্বাবধানেও ভারতীয় দল এগোবে। বড় আসরে সাফল্য পাবে।’
দিন কয়েক আগে বীরেন্দ্র শেহবাগ বলেছিলেন, অনিল কুম্বলেকে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা উচিত। সৌরভ সেই বিষয়ে বলেছেন, ‘কুম্বলে নির্বাচক হলে তার থেকে ভাল আর কী হবে? ও ভারতীয় ক্রিকেটে সততা–স্বচ্ছতা আনতে পারবে। অত্যন্ত অভিজ্ঞ। এক অর্থে ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। আমি তো বলব শুধু কুম্বলে কেন? শেহবাগও ভাল নির্বাচক হতে পারে। ওর সাহস আছে। ভবিষ্যৎ সম্পর্কে ধারণাও আছে। ও নিজস্ব ঘরানার ক্রিকেট খেলে দেশকে জয় এনে দিয়েছে। বড় ম্যাচ সম্পর্কে ওর স্পষ্ট ধারণা আছে যা তুলনাহীন। কুম্বলে আর শেহবাগ দু’জনেই নির্বাচক হোক।’ শেহবাগের নির্বাচকদের পারিশ্রমিক বাড়ানোর বক্তব্যের সঙ্গে সৌরভ একমত। বলেছেন, ‘নির্বাচকদের ভাল পারিশ্রমিক প্রাপ্য। কোচ দলের সঙ্গে কাজ করলেও নির্বাচকরাই প্লেয়ারদের বেছে নেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন।’
আজকের বাজার/লুৎফর রহমান