ক্রিকেট ছাড়ার পরও ক্রিকেটাররা মূলত থেকে যেতে চান ক্রিকেটের আঙিনায়। কেউ বেছে নেন কোচিংকে, কেউবা আবার সংগঠকের ভূমিকায়। তেমনি ক্রিকেট ছাড়ার পর এখন সংগঠকের ভূমিকায় ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাংগুলি।
তবে সৌরভ নিজে চেয়েছিলেন ভারতের হয়ে কোচিং করাতে! এমন কথা স্বীকার করেছেন তিনি নিজেই। খেলা ছাড়ার পর সৌরভ এখন পুরদস্তর একজন ক্রিকেট সংগঠক। বর্তমানে কাজ করছেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে আলাপকালে জানান, তিনি সংগঠক হওয়ার বদলে চেয়েছিলেন কোচ হতে।
সৌরভ বলেন, ‘আপনি যা করতে পারেন, আপনার সেটাই করা উচিত। ফলাফল নিয়ে কখনো ভাবা উচিত না। জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে, তা আমরা কেউ জানি না। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া যাই, তখন আমি দলের সহ-অধিনায়কও হতে পারিনি। শচীন ছিল দলের অধিনায়ক, কিন্তু কয়েক মাস পরই আমি ভারতের অধিনায়ক হয়ে যাই।’
সৌরভ আরও বলেন, ‘প্রশাসনে ঢোকার সময় জাতীয় দলের কোচ হতে মরিয়া ছিলাম। ডালমিয়া ডেকে বলেছিলেন ‘‘অন্তত ছয় মাস চেষ্টা করে দেখ না”। তিনি চলে যাওয়ার পর আর কেউ ছিল না। তাই আমি সিএবি সভাপতির দায়িত্ব নিই। অথচ সভাপতি হতে মানুষের কম করে হলেও ২০ বছরের মতো সময় লাগে।’
অধিনায়কত্ব করার দুই বছর পর হুট করে ক্রিকেট থেকে অবসর এ যাওয়ায় অবাক করেছিল সবাইকে। তিনি বলেন, ‘২০০৮ সালে অবসর ঘোষণার সময় শচীন একদিন লাঞ্চে এসে বলল “এমন সিদ্ধান্ত নিলে কেন?” বললাম, আর খেলতে চাই না তাই। সে বলল, তোমাকে সেরা হিসেবে দেখার এটাই দারুণ সময়। গত তিন বছর ধরেই সেরা সময় কাটাচ্ছ। আসলে আমি অবসর নিয়েছিলাম কারণ একপর্যায়ে মনে হয়েছিল, যথেষ্ট হয়েছে। ব্যাপারটা যে প্রচুর খেলার জন্য তা নয়, কারণ প্রতিবারই দলে ডাক পেতে হতো। সেই দিনগুলো মনে করে ভাবি, ব্যক্তি পর্যায়ের খেলাধুলাই অনেক ভালো, কারণ দলের ওপর নির্ভর করতে হয় না।’
আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭