কোটালীপাড়ায় ডিজিটাল হোল্ডিং কার্ড বিতরণ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ারার সাদুল্লাপুর ইউনিয়নে ডিজিটাল হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সানলাইফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এই কার্যক্রম বাস্তবায়ন চরছে।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, সানলাইফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান খাদিজা বেগম, প্রধান সমন্বয়কারী কৃষ্ণ পদ পাল, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্রনাথ হালদার বক্তব্য রাখেন।

আজকের বাজার/এমএইচ