সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে গুজব ছড়ানোর অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিতিদের মধ্যে অধিকাংশই ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাকর্মী। কেন্দ্রীয় ছাত্রলীগের বেশ কয়েকজনকেও দেখা গেছে।
ক্যাম্পাসে অস্থিতিশীলতা রুখতেই মূলত তারা মানববন্ধন করছেন বলে তারা জানান। এ সময় তারা বিভিন্ন ধরনের বক্তব্যের প্ল্যা-কার্ড প্রদর্শন করেন।
মাননবন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক শেখ সাগর আহমেদ, সহ-সম্পাদক জয়, সদস্য তানভীরুল হক সৈকতকে দেখা গেছে।
এ ছাড়া মানববন্ধনে সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন রানা, জিয়া হল ছাত্রলীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক হাসিবুল হক শান্ত প্রমুখকে দেখা গেছে।
গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকারী হিসেবে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানভীরুল হক সৈকত বলেন, ‘কেউ ক্যাম্পাসে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য গতকাল সোমবার ক্যাম্পাসে ছিলাম। শাহবাগ, শহীদ মিনারেও ছিলাম। কিন্তু, কারও ওপর আমি হামলা করিনি। আজও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছি।’
মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্ল্যা-কার্ডে লেখাগুলো অন্যতম, ‘গুজবকে না বলুন’, ‘রাশেদ-নুরুর ছড়ানো গুজবের জবাব দেবে ছাত্রসমাজ’, ‘রাশেদ-নুরু ভাই ভাই, গুজব ছাড়া কাজ নেই’, ‘যেখানেই গুজব, সেখানেই প্রতিরোধ’।
আজকের বাজার/এমএইচ