কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচি স্থগিত

কোটা সংস্কার আন্দোলনে আটকদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুলাই) সকাল ১১টার পরে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কর্মসূচি স্থগিতে ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর।

এছাড়া কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে অনেকেই কর্মসূচি স্থগিতের বিষয়টি জানায়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর ফেসবুকে জানান, বৃষ্টিজনিত কারণে আজকের প্রোগ্রামটি স্থগিত করা হলো।

এর আগে গত রোববার (২২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আরএম/