কোটা আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদি কর্মকান্ডের মিল আছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ক্যাম্পাস অস্থিতিশীল করতে লন্ডন থেকে উস্কানি দেয়া হচ্ছে। এ  আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদি কর্মকান্ডের মিল রয়েছে।

রোববার (৮ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে ক্যাম্পাসের উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলে।

রাতের বেলা বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীদের মিছিল করা নিয়েও সমালোচনা করেন তিনি।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। সমাবেশ থেকে কোটা সংস্কার কর্মীদের নির্যাতন ও আটকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। সেখানে আটককৃত দ্রুত মুক্তি ও হামলার ঘটনায় শাস্তির দাবি জানান তারা।

আরএম/