কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : ইন্টারনেট

সরকারি চাকরিতে প্রবেশে বিদ্যমান যে কোটা পদ্ধতি রয়েছে তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়ার চেষ্টা করেছে বলে জানা যায়।

বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করে। এসময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। যে সব প্লাকর্ডে কোটা পদ্ধতির সংস্কারসহ তাদের দাবিগুলো স্থান পায়।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি চাঙ্গা করে রাখে।

প্লাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’। তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’।

ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএম/