শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে অংশ নেন কয়েক’শ শিক্ষার্থী।
চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ ভাগ কোটা রেখে মেধাবীদের সুযোগ দেয়ার দাবি জানান তারা।
সংবিধানের ২৯ অনুচ্ছেদ অনুযায়ী, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকের সমান সুযোগ পাওয়ার অধিকার বাস্তবায়নের দাবিও জানান মানববন্ধনকারীরা।
৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়োগ কোটা নামিয়ে আনার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
পরে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮