সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষণা অবিলম্বে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞপণ’ স্লোগানে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পার্শ্ববর্তী সড়কে এ কর্মসূচি পালিত হয়।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
নাঈম/রাসেল