কোটা বাতিলের প্রজ্ঞাপনের সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার (১৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে। এরপর ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর এক মাস পার হলেও প্রধানমন্ত্রীর ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হওয়া আবারও আন্দোলন শুরু করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সর্বশেষ গতকাল রোবাবার প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ করে তারা। এরপর একই দাবিতে আজ থেকে সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাজ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে।
রাসেল/