কোটা সংস্কারের দাবিতে আন্দোলন

বিভিন্ন স্লোগান দিয়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার দুপুর পর থেকেই বিভিন্ন স্থা্ন থেকে কর্মসুচিতে অংশ নিতে আসে সাধারণ শিক্ষাথীরা।কর্মসুচিতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীও অংশ নিচ্ছেন এ কর্মসুচিতে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি কোটা বিলুপ্ত নয় যৌক্তিক সংস্কার।

মিছিল থেকে স্লোগান দেয়া হচ্ছে- ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’

প্রসঙ্গত, এর আগে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। ওই আন্দোলনের অংশ হিসেবে ১৪ মার্চ ৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন তিন আন্দোলনকারী। এরপর আরও বেশ কয়েকটি কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

আজকের বাজার/আরজেড