কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

কোটা সংস্কারের দাবিতে শাহবাগ  অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ।

রোবার দুপুর পর থেকে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্র্থীরা শাহবাগে জড়ো হতে থাকে।চারদিক খেকে মিছিলে মিছিলে কর্মসুচিতে যোগ দেয় আন্দোলনকারীরা।এতে অচল হয়ে পড়েছে শাহবাগ এলাকা।আর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে বেশ কিছু দিন থেকেই আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশীরা।গত ১৪ মার্চ কোটা সংস্কারের দাবি নিয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয় তারা।

তাদের দাবি কোটা বিলু্প্ত নয় বরং কোটা সংস্কার করা হোক। সংসদের চলতি অধিবেসন থেকেই তারা কোটা সংস্কারের আশ্বাস চায়।তা না হলে দীর্ঘ কোন কর্মসুচি গ্রহণ করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আজকের বাজার/আরজেড