কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান

সব ধরনের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রোববার গণপদযাত্রা  শুরু করে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগ এসে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই অবস্থান নেয় চাকরীপ্রত্যশিীরা।

রোববার ঢাকাসহ সারা দেশেএই কর্মসূচি পালিত হচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, কোটা বাতিল নয়, আমরা চাই কোটার সংস্কার।

এ সময় সমাবেশ থেকে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এসব শ্লোগানের মধ্যে রয়েছে- ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও,’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই,’ ‘১০% এর বেশি কোটা নয়।’ ইত্যাদি।

আন্দোলনকারীরা  বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে কোটার সংস্কার করতে হবে। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব।

এদিকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়ায় ওইএলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাসেল/