কোটা সংস্কারে হাত দেওয়া হবে বাজেটের পর : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ প্রদান অনুষ্ঠান তিনি এ কথা জানান।

তিনি বলেন, কোটা অবশ্যই থাকবে। তবে এটাকে সংস্কার করতে হবে। এখন কোটায় সব পাওয়া যায় না। ফলে মেধা কোটা থেকেই নিতে হয়। এ অবস্থায় সংস্কার করা জরুরি। আগামী বাজেট অধিবেশনের পরেই কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে যৌক্তিক পর্যায়ে আনা হবে।

মুহিত আরো বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এখন কোটা সংস্কার করা প্রয়োজন। আবার কোটা রাখাও প্রয়োজন। কেননা, অনগ্রসর জাতিগোষ্ঠীকে এগিয়ে নিতে কোটা রাখা প্রয়োজন। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কোটা সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।

আরএম/