কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বাবা নবাই বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ঝিনাদহ সদরের চর মুরারীদহ গ্রামের বাড়ি থেকে গাড়িতে করে তাকে থানায় নেয় পুলিশ।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইমদাদুল হক বলেন, রাশেদের বাবাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হবে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রাশেদের বাবাকে থানায় ডেকেছি। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর ওনাকে ছেড়ে দেয়া হবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে বিকেলে ছেড়ে দেয়া হয়।
একেএ/আরএম