কোটা সংস্কার আন্দোলন মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয় আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২০ সদস্য সোমবার ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসে।
কোটা সংস্কারের দাবি সরকার পর্যালোচনা করে দেখবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করেন। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত থাকবে।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।
রাসেল/