কোটা সংস্কার: চবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস- পরীক্ষা বর্জনের পাশাপাশি শাটল ট্রেন অবরোধ করে রেখেছে চবির শিক্ষার্থীরা।

সোমবার(১৪ মে)ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়গামী কোন ট্রেন চলতে দেয়া হয়নি।শিক্ষার্থীরা রেললাইনে বসে শাটল ট্রেন অবোরধ করে।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাবুদ্দীন জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী কোন শাটল ট্রেন ষোলশহর থেকে যেতে দেয়নি।আমরা ট্রেন সিকিউরিটিতে পাঠিয়েছি।

অন্যদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে বলে  জানিয়ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান সম্বনয়ক মো. আরজু।

আরজু বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাটল ট্রেন অবোরধ ও ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।

আরজেড/