সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যে কোটা রয়েছে তা সংস্কারের দাবিতে সারাদেশের ন্যায়আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার শাটল ট্রেন অবরোধ করে রাখেন তারা। নগরীর ষোলোশহর এলাকায় ট্রেন আটকে মিছিল করছে শিক্ষর্থীরা।সকাল থেকে শাটল ট্রেনটি মাত্র তিনবার বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেছে।
ষোলোশহর স্টেশন মাস্টার এস এম শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ট্রেন চলাচল আপাতত বন্ধ। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
কোটা সংস্কারের দাবিতে ৫ শতাধিক শিক্ষার্থী ট্রেন অবরোধ করেছে। ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’, ‘বৈষম্য চাই না’—এসব স্লোগানের পাশাপাশি বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে রয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, কোটা প্রথা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। কোনো অপশক্তি তাদের রুখতে পারবে না।
আরএম/রাসেল