সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের অভিযোগে রমনা থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। এসব মামলায় মোট কয়জনকে আসামি করা হয়েছে তা জানাননি।
উল্লেখ, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রবিবার ঢাকার শাহবাগ মোড় অবরোধ করলে রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাদের রাবার বুলেট-টিয়ারশেল ছুড়ে সরিয়ে দেয়। পরে বিক্ষোভ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। সংঘর্ষ চলাকালীন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।
এস/