কোটা সংস্কার: পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত

পবিত্র রমজান ও সেশনজোটের কথা বিবেচনা করে পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।তবে প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পূর্বের মত চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম অাহবায়ক নুরুল হক নুর।

শনিবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাকারের সামনে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নুর বলেন, ‘অামাদের শান্তিপূর্ণ অান্দোলনে অনুপ্রবেশকারী কিছু ছাত্রলীগের নেতা দেশের বিভিন্ন স্থানে অামাদের কর্মীদের উপর এবং অামার উপর হামলা করেছে, অামরা এর বিচার চাই। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে পরিষদের অাহবায়ক হাসান অাল মামুন বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অান্দোলনকারী শিক্ষার্থীদের মারধর, নির্যাতন ও হল ছাড়া করা হচ্ছে, অামার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণের অাহবান জানায়। পাশাপাশি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারন দর্শানোর নামে সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হল। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম অাহবায়ক রাশেদ খান ও ফারুক হোসেন।

আরজেড/