প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঘোষণায় এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘আর নই কালক্ষেপণ চাই দ্রুত প্রজ্ঞাপন’, ‘প্রজ্ঞাপন নিয়ে টালবাহানা চলবে না চলবে না’ ইত্যাদি প্লাকার্ড ধারন করে শিক্ষার্থীরা।
মানববন্ধন আয়োজনকারীরা জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা। আর এর আলোকে এই মানববন্ধন করা হয়েছে।
এইচএম/রাসেল