কোটা সংস্কার: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে করা রিট আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন এক আইনজীবী। আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া এ আবেদন করেন।

গত ৫ মার্চ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট কোটা সংস্কার বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেন।

জানা গেছে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, নারী, জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাসহ সব ধরনের কোটা পদ্ধতি বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছিল। একই সঙ্গে কোটা পদ্ধতি প্রবর্তন করে ১৯৭২ সালের ৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন পুনর্মূল্যায়ন চাওয়া হয়েছিল।

গত ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসুর রহমান মীর, ঢাকার কুমিল্লা সাংবাদিক সমিতির সদস্য সচিব ও বাসসের সিনিয়র রিপোর্টার দিদারুল আলম এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র সাব-এডিটর আবদুল ওয়াদুদ এ রিট আবেদনটি করেছিলেন।

এস/