কোটি টাকার পোশাকে ব্রিটিশ রাজবধূর বিয়ে

বহু প্রতীক্ষিত বিয়ের পোশাকের তথ্য প্রকাশ করা হয়েছে। হবু ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের বিয়ের পোশাকটির মূল্য ব্রিটিশ পাউন্ডে এক লাখের কাছাকাছি।

ফ্যাশন শিল্পের সূত্র জানা যায়, পোশাকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ লাখ পাউন্ড স্টার্লিং। বাংলাদেশি টাকায় এর পরিমাণ এক কোটি টাকারও বেশি। পোশাকটি তৈরির সকল ব্যয় বহন করবেন প্রিন্স হ্যারি ও রাজ পরিবার। তারা বলেছেন, এটা এই বছরের সেরা বিয়ে। আর শত শত ঘণ্টা ধরে অনেক মানুষ পোশাকটি হাতে সেলাই করে তৈরি করেছে।

১৯ মে বিয়ের দিন মেগান প্রথমে যে দুটি গাউন পড়বেন সেগুলো তৈরি করেছে ব্রিটিশ পোশাক তৈরিকারী প্রতিষ্ঠান রালফ অ্যান্ড রুসো। সেইন্ট জর্জ চ্যাপেলে ৬০০ অতিথি ও অসংখ্য টিভি দর্শকের সামনে দিয়ে হাতে সেলাই করা, ভারী পোশাকটি পড়ে মেগান হেঁটে যাবেন বিশেষ দিনটিতে। এমনকি বিয়ের পরে রাণীর আয়োজনে সেইন্ট জর্জের হলে অনুষ্ঠানেও ওই পোশাকটি পড়বেন তিনি।