বার্সেলোনার বিপক্ষে গত মৌসুমের সেই বিখ্যাত সেমিফাইনালের পর অ্যানফিল্ডে প্রথমবারের মতো ফিরেছিল চ্যাম্পিয়নস লিগ। লিভারপুল এবার মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন হয়ে। অ্যানফিল্ডে ছিল ইউরোপিয়ানকাপ/চ্যাম্পিয়নস লিগের শততম ম্যাচ। সব আয়োজন ও উৎসবমুখর পরিবেশ ক্লপদের জন্য আরও আনন্দদায়ক হয়ে উঠেছিল ৩৬ মিনিটে লিভারপুল ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর।
ম্যাচের ৯ মিনিটে মানের গোলে লিড নেন স্বাগতিকরা। ২৫ মিনিটে নিশানাভেদ করেন রবার্টসন। আর ৩৬ মিনেটে সালাহ স্কোরলাইন ৩-০ করলে বড় জয়ের স্বপ্ন দেখেন সমর্থকরা।
কিন্তু না! ঠিক এর পরই ঘুম ভাঙে সলসবার্গের। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন তারা। আত্মবিশ্বাস নিয়ে প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে চলে তাদের মূল শো। ৫৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে ফেলেন মিনামিনো। ২ মিনিট পর আবার রেডদের গোলরক্ষক আদ্রিয়ানোর গ্লাভস ফাঁকি দেয় বল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
তবে ছেড়ে দেয়ার পাত্র নয় সলসবার্গ। ৬০ মিনিটে হ্যালান্ডের গোলে সমতায় ফেরেন তারা। ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি। কিন্তু সেটা ভেস্তে দেন সালাহ। ৬৯ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন তিনি। তাকে অ্যাসিস্ট করেন ফিরমিনো। ব্রাজিল স্ট্রাইকার গোল করতে না পারলেও দলের জয়ে দুই গোলে সহায়তা করেন।
আজকের বাজার/লুৎফর রহমান