হিটম্যান রোহিত শর্মা দানবীয় ছক্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিলো ভারত। দু'দলই সমান ১৭৯ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ওভারের শেষ দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে আনেন রোহিত।
ভারতের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে জয়ের কক্ষপথেই নিয়ে যাচ্ছিলেন কেন উইলিয়ামসন। ভারতীয় বোলারদের সামনে অন্য কোনো কিউই ব্যাটসম্যান সুবিধা করতে না পারলেও ৪৮ বলের ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন উইলিয়ামসন। ৮টি চার ও ৬টি ছয় হাঁকানো কিউই অধিনায়ক যখন বিদায় নেন তখন দলের দরকার ছিলো ৪ বলে মাত্র ২ রান। কিন্তু সেটাই নিতে পারেনি তারা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ম্যাচ টাই হয়ে যায়।
মার্টিন গাপটিল ৩১ ও রস টেইলর করেন ১৭ রান। ভারতের মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর নেন ২টি করে উইকেট।
এর আগে, টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কিউই দলপতি কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান তোলে ভারত। ৪০ বলে দলীয় সর্বোচ্চ ৬৫ রান করেন রোহিত। তার ইনিংসটি সাজানো ছিলো ৬টি চার ও ৩টি ছয়ের মারে।
২৭ বলে ৩৮ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া লোকেশ রাহুল ২৭ ও শ্রেয়াস আইয়ার ১৭ রান করেন। নিউজিল্যান্ডের সফলতম বোলার হামিশ বেনেট ৩টি উইকেট নিলেও ৪ ওভারে দেন ৫৪ রান।
সুপার ওভারে নিউজিল্যান্ডকে দারুণ অবস্থানে নিয়ে যান উইলিয়ামসন। বুমরাহর এক ওভারে ১৭ রান তোলেন তারা। জবাবে ভারতের হয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম দুই বলে মাত্র ৩ রান নিতে পারেন রোহিত। তৃতীয় বলে চার মেরে কিছুটা আশা বাঁচিয়ে রাখেন রাহুল। চতুর্থ বলে ১ রান নেন তিনি। শেষ দুই বলে দরকার ছিলো ১০ রান।
টিম সাউদির করা শেষ দুই বলেই বিশাল দুই ছক্কা হাঁকান হিটম্যান। এক ওভারে ২০ রান তুলে ভারতের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী ভারত।
আজকের বাজার/আরিফ