কোনো কারণ ছাড়াই হঠাৎ রড, সিমেন্টসহ আবাসন নির্মাণ সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিহ্যাবের পক্ষে লিখিত বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বাড়ছে রড, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম। আবাসন খাতকে গতিশীল রাখতে হলে সরকারকে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।
রিহ্যাবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রিহ্যাব এর বিপুল কার্যক্রমে কয়েক দশক সহজে আবাসনের মালিকানা সৃষ্টি মানুষের মনে আত্মনির্ভরতা সৃষ্টি করছে। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট টাইলসসহ ২৬৯ প্রকার লিংকেজ শিল্পের প্রসারের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
দেশের জিডিপিতে আবাসন খাতের অবদান ১৫ শতাংশ উল্লেখ করে শাওন বলেন, বিগত কয়েক বছর ধরেই কিছু সমস্যার কারণে আবাসনখাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, অবস্থার সামান্য উন্নতি হলেও সরকারের পক্ষ থেকে এক অংক সুদে সুদের গৃহ ঋণের কোন ঘোষণা আসেনি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট নিদের্শনা চাই আমরা।
অত্যাধিক রেজিষ্ট্রেশন ব্যয়ের কারণে আবাসন শিল্পে স্থবিরতা নেমে আসছে জানিয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় ১৪ শতাংশের উপরে। এ শিল্প গতি আনতে রেজিস্ট্রেশন ব্যয় ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যবিত্তদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে ‘হাউজিং লোন’ নামে ২০ হাজার কোটি টাকার পুন:অর্থায়নের দাবি জানান রিহ্যাবের এই নেতা। ভোক্তাদের কাছে টাকা নিয়ে ফ্লাট বুঝে দেয়া হচ্ছে না এমন অভিযোগ সম্পর্কে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘এই অভিযোগগুলো সত্য, কারণ এক সময় ব্যাঙের ছাতার মতো রিয়েল এস্টেট কোম্পানি গড়ে ওঠেছিল, তারা প্রতারণার আশ্রয় নিয়ে প্রকল্প শুরু করেছিল। তাই বিভিন্ন অনিয়ম করেছে। তবে এখন এ ধরনের অভিযোগ অনেক কমে আসছে। আমরা প্রায় এক হাজার ২শ’র মতো অভিযোগ নিষ্পত্তি করতে পেরেছি। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, তারা কাজ করে যাচ্ছে। আরও ৩৫০ টি অভিযোগের শুনানি চলছে, আশা করি খুব শিগগিরই সেগুলো নিষ্পত্তি হবে।’
সংবাদ সম্মেলনেম আরও উপস্থিত ছিলেন, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুঁইয়া, রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ, আবু বকর সিদ্দিকী প্রমুখ।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮