কোনো চাপের মুখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় সচিবালয়ে তার দফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতেই জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কোনো চাপের মুখে কিংবা কোনো আন্দোলনের কারণে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি হয়েছে এমনটা ভাবা ঠিক নয়।
সেতুমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, নেত্রী বলেছেন, আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে তার দরজা বন্ধ না।
উল্লেখ্য, সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন। আজ মঙ্গলবার সকালে ড. কামাল হোসেন তাঁর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
আজকের বাজার/এমএইচ