কোনো ধরনের হত্যাই কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনো ধরনের হত্যাই আমাদের কাছে কাম্য নয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারের অনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা  বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘কক্সবাজারে একরামুল হক নিহতের ঘটনার একটি অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটা আমরা শুনেছি। এখন একজন নির্বাহী হাকিমের (ম্যাজিস্ট্রেট) মাধ্যমে এর তদন্ত শুরু হয়েছে।’

গত ২৬ মে দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে দাবি করা হয়। পুলিশের এই এলিট ফোর্সের আরো দাবি, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন।

তবে একরামুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছে তার পরিবার।

আরজেড/