কোপা আমেরিকার ড্র : ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে কারা?

কোপা আমেরিকা ২০২০ এর ড্র অনুষ্ঠিত হলো। আর্জেন্টিনা এবং কলম্বিয়ার যৌথ আয়োজনে বসবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ৪৭তম আসরের খেলা। সবশেষ আসরে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল।

চার বছর পর পর কোপা আমেরিকার আসর বসলেও এবারই ব্যতিক্রমধর্মী সময়ে আয়োজিত হবে কোপা আমেরিকার খেলা। মূলত এখন থেকে ইউরোর সাথে মিল রেখে একই সময়ে কোপার খেলা মাঠে গড়ানোর জন্যই এমন সময়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

লাতিন আমেরিকার ১০টি দেশের সাথে এবার অতিথি হিসেবে আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার এবং এশিয়ার শ্রেষ্ঠ দল অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে কনমেবল। আগামী বছরের ১২ জুন উদ্বোধনী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও চিলি। ১২ জুলাই কলম্বিয়ায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯৮৩ সালের পর প্রথম যৌথভাবে আয়োজিত হবে কোপা আমেরিকা। ২০২৪ সালে পরবর্তী আসরের আয়োজক ইকুয়েডর। টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে উরুগুয়ে। আর্জেন্টিনা দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা ঘরে তোলে। আর ব্রাজিলের শিরোপার সংখ্যা ৯টি।

গ্রুপ- এ : আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
গ্রুপ- বি : ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, কাতার, পেরু ও ভেনেজুয়েলা।

আজকের বাজার/আরিফ