কোপা আমেরিকায় আর্জেন্টিনার পিছুই যেন ছারছে না চিলি। আজ তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের সাও পাওলোতে মাঠে নামছে চিলি এবং আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।
সর্বশেষ দুই কোপা আমেরিকার ফাইনালে চিলিবাধা পার হতে পারেনি আর্জেন্টিনা। দুটি ফাইনালেই গোলশূন্য ড্র থাকার পর ট্রাইব্রেকারে তাদের কাছে হারে মেসিবাহিনী।
তবে এবারের লরাইটা তৃতীয় স্থান নিয়ে, সেমিফাইনালে আর্জেন্টিনা ও চিলি দু’দলই হেরে যাওয়ায় এবার তারা লড়বে টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হওয়ার জন্য।
আজকের বাজার/লুৎফর