কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ম্যাচটি ৩-১ গোলে জিতে রিয়াল। তাদের দুই গোলদাতা গ্যারেথ বেল ও ব্রাহিম ডায়াজ।
এদিন ইবিজার বিপক্ষে অ্যাঁতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে প্রতিপক্ষের মাঠে শেষ বত্রিশের ম্যাচটি ২-১ গোলে জিতেছে কাতালানরা।
সালামানকার মাঠে আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। ১৮তম মিনিটে ডি-বক্সে স্বাগতিকরা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বুক দিয়ে বল নামিয়ে শট নেন বেল। বল একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্ট ঘেঁষে জালে জড়ায়। ৫৭তম মিনিটে পাল্টা আঘাত হানে সালামানকা। ডি-বক্সের মধ্যে থেকে শটে ঠিকানা খুঁজে নেন আলভারো রোমেরো।
তাদের সে স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। আত্মঘাতী গোল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম ডায়াজ ব্যবধান আরো বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় স্পেনের সফলতম দলটির।
এদিকে ইবিজার মাঠে বার্সেলোনার শুরুটা মোটেও ভালো হয়নি। মাঠের ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৭২ ও ৯০ মিনিটে দুই গোল করে মেসেবিহীন বার্সার জয় নিশ্চিত করেন গ্রিজম্যান।
আজকের বাজার/আরিফ