হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত আমেরিকার প্রাক্তন বাস্কেটবল সুপারস্টার কোবে ব্রায়ান্ট। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রয়াত ব্রায়ান্টের স্ত্রী ও তাঁর তেরো বছরের মেয়েও। ৪১ বছর বয়সী ব্রায়ান্টের প্রয়াণে মর্মাহত ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ অধিনায়ক রোহিত শর্মাও।
কোবে ব্রায়ান্টকে ম্যাজিশিয়ান বললেন বিরাট কোহলি। ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলি লিখেছেন, "আজ এই খবরটা শুনে একেবারেই ভেঙে পড়েছি। অনেক ছোটবেলার কথা মনে যাচ্ছে। কত সকালে উঠতাম এই ম্যাজিশিয়ানের খেলা দেখার জন্য। আর চমকে উঠতাম। জীবন সত্যিই অনিশ্চিত। তাঁর মেয়ে গিয়ান্নাও এই দুর্ঘটনায় মারা গিয়েছে। আমার হৃদয় ভেঙে গিয়েছে। শান্তিতে থাকুন! পরিবারের প্রতি সমবেদনা।"
সাদা বলে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন,"ক্রীড়াজগতে দুঃখের দিন। খেলার দুনিয়ার এক মহান খেলোয়াড় এত তাড়াতাড়ি চলে গেলেন। কোবে ব্রায়ান্ট, তাঁর ছোট্ট মেয়ে গিয়ান্না এবং দুর্ঘটনায় প্রয়াতরা সকলেই শান্তিতে থাকুন।"
বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি কোবে ব্রায়ান্টের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন শ্রেয়স আইয়ার থেকে জশপ্রীত বুমরাহ।
আজকের বাজার/লুৎফর রহমান