কোভাক্স জোটে যোগ দিয়েছে ১৮৪ দেশ, অর্থনীতি: ডব্লিউএইচও প্রধান

কোভিড-১৯ প্রতিরোধে টিকা পাওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী কার্যকর ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর সহযোগীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক উদ্যোগ কোভাক্সে মোট ১৮৪টি দেশ ও অর্থনীতি যোগ দিয়েছে। খবর সিনহুয়ার।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘কোভাক্স সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর বৃহত্তম পোর্টফোলিও এবং এর নিরাপদ ও কার্যকর টিকা বিশ্বজুড়ে সমভাবে বণ্টনের সবচেয়ে কার্যকর উপায় নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা স্থিতিশীল রাখা ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুততম সময়ে টিকা পৌঁছে দেয়া হবে।’

টিকা আবিষ্কারের দৌঁড়ে এগিয়ে থাকা শীর্ষ দেশ চীন আনুষ্ঠানিকভাবে কোভাক্সে যোগ দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বব্যাপী জনসাধারণের সুস্বাস্থ্যের জন্য কোভিড-১৯ প্রতিরোধে অংশ নেয়া সম্প্রদায়ের প্রতিশ্রুতিকে সম্মান জানায় দেশটি।

ওই ভার্চুয়ল সংবাদ সম্মেলনে টেড্রোস কোভিড-১৯ মহামারি ‘উদ্বেগজনক পর্যায়ে’ প্রবেশ করেছে বলে উল্লেখ করেছেন।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, উত্তর গোলার্ধে শীত নেমে আসার সাথে সাথে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্রুততার সাথে বাড়ছে। আগামী কয়েক মাস বিশেষত ইউরোপ এবং উত্তর আমেরিকাতে আরও মারাত্মক আকার ধারণ করবে।

টেড্রোস বলেন, ‘তাই, সংক্রমণের এ ধারা প্রতিহত করতে এবং জীবন ও জীবিকাকে বাঁচাতে সকল দেশের সরকারকে মৌলিক বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করা জরুরি।’

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বিশ্ব লড়াই করে চলেছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। ডব্লিউএইচওর ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, ১৯ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৮টি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার কাজ চলছে এবং এর মধ্যে ৪৪টি ক্লিনিকাল ট্রায়াল চালিয়ে যাচ্ছে।