মার্কিন পররাষ্ট্র দপ্তর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাংহাই কনস্যুলেটের সকল অপ্রয়োজনীয় কর্মীকে কর্মস্থল ত্যাগের নির্দেশ দিয়েছে।
দূতাবাসের একজন মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান।
সাংহাইয়ে করোনা সংক্রমণ তীব্র রূপ নিয়েছে এবং লকডাউনও জোরদার করা হয়েছে।
এ প্রেক্ষিতে দূতাবাস মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সাংহাইয়ের চলমান কোভিড সংকটের কারনে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের সাংহাই ত্যাগের এ নির্দেশ দিয়েছে।
করোনার সংক্রমণের প্রথম থেকে চীন ভাইরাসটি নির্মূলে শুন্য নীতি ঘোষণা করে এবং তা বাস্তবায়নে কঠোর সব পদক্ষেপ নয়। কিন্তু বর্তমানে এ নীতি প্রয়োগ করেও চীনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
এদিকে সাংহাইয়ে মঙ্গলবার নতুন করে ২৩ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। চীনের অন্যতম বৃহৎ এই শহরের আড়াই কোটি জনসংখ্যা কঠোর লকডাউন মোকাবেলা করছে।