কোভিডের কারণে আইফোন প্রস্তুতকারী পেগাট্রনের কার্যক্রম বন্ধ

করোনা সংক্রমণ তীব্র রূপ নেয়ায় আইফোন প্রস্তুতকারী অন্যতম প্রতিষ্ঠান পেগাট্রন সাংহাই ও কুনশানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এদিকে সাংহাইয়ে করোনা সংক্রমণের তীব্রতার কারনে বৈশ্বিক সরবরাহ চেইনও বাধাগ্রস্ত হচ্ছে।
চীনের ব্যবসায়িক কেন্দ্র সাংহাই দেশটির কোভিডেরও মূল কেন্দ্র হয়ে উঠেছে। চলতি মাসের প্রথম থেকেই এ নগরীর আড়াইকোটি লোক পুরোপুরি লকডাউনের আওতায় রয়েছে।
পেগাট্রন মঙ্গলবার বলেছে, আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখছি।
তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি আরো জানাচ্ছে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। খুব শিগগীরই কার্যক্রম আবার শুরু করা হবে।
এদিকে লকডাউন ও কঠোর পরীক্ষা নীতির কারনে সাংহাইয়ের আশেপাশের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাংহাই বিশ্বের ব্যস্ততম কন্টেইনার পোর্ট এবং বিদেশী বাণিজ্যের গুরুত্বপূর্ণ গেটওয়ে।
চীনে বুধবার প্রায় ২৮ হাজার লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর অধিকাংশই সাংহাইয়ের।
এদিকে করোনার উর্ধ্ব সংক্রমণের কারনে চীনের অর্থনীতিতে মধ্য মার্চ থেকে মন্দার ঝুঁকি বাড়তে শুরু করেছে।