কোভিড অসুস্থতার পর পরীক্ষায় নেগেটিভ হলেন মেক্সিকোর নেতা

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর বৃহস্পতিবার বলেছেন, তিনি কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তার এ ভাইরাস সনাক্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি নেগেটিভ হলেন। খবর এএফপি’র।
লোপেজ অব্রাদর বলেন, তিনি হালকা করোনাভাইরাস উপসর্গে ভুগছিলেন। তিনি মাসের পর মাস ধরে মাস্ক পরিধান করতে অস্বীকার করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় ৬৭ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আজ সকালে করোনাভাইরাস পরীক্ষা করিয়েছি এবং এ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’
এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, লোপেজ অব্রাদরের ফের করোনাভাইরাস পরীক্ষা করা হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই আমি আরো কয়েকদিন অপেক্ষা করবো এবং আলাদা থাকবো। তবে আমি এখন ভাল বোধ করছি। আমি কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠছি।’
মহামারী করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম একটি দেশ হচ্ছে মেক্সিকো। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৯ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৬১ হাজার ২০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।