মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর এটি হবে তার প্রথম নির্বাচনী সমাবেশ। শুক্রবার তার প্রচারণা কেন্দ্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রচারণা কেন্দ্র জানায়, তিনি ফ্লোরিডার সানফোর্ডে বিকেলের এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
প্রেসিডেন্ট ও অংশগ্রহণকারীদের সুরক্ষায় সমাবেশে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যাপারে কেন্দ্রটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।